রাবির হিসাববিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলন ২২ ডিসেম্বর

20403747_1887345291592262_9456879_nরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রথম অ্যালামনাই সম্মিলন আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্মিলনের উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক মাঈন উদ্দীন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাঈন উদ্দীন বলেন, ‘১৪ এপ্রিল থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। সম্মিলনে অংশগ্রহণের করতে প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের জন্য ১ হাজার ৫শ, বর্তমান ছাত্র-ছাত্রীদের জন্য ৫শ এবং অতিথিদের জন্য ১ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। রেজিস্ট্রেশন ফরম বিভাগ থেকে সরাসরি এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ru.ac.bd) পাওয়া যাবে।’

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান, অধ্যাপক ড. তাজুল ইসলাম, অধ্যাপক ড. সুভাষ চন্দ শীল, অধ্যাপক আব্দুল্লাহ আল হারুন ও সহাকারী অধ্যাপক মো. সুমন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমডিপি/