ইউল্যাবে সেচ্ছায় রক্তদান কর্মসূচি

_MG_4249বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব ও থেলাসেমিয়া ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত হল সেচ্ছায় রক্তদান কর্মসূচি। ধানমণ্ডিতে অবস্থিত ইউল্যাবের প্রধান ক্যাম্পাস অডিটরিয়ামে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে রক্তদানের পাশাপাশি বিনামূল্যে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইডস, সিফিলিস এবং ম্যালেরিয়ার পরীক্ষাও করা হয়।

এ বিষয়ে ইউল্যাব ওয়েলফেয়ার ক্লাবের উপদেষ্টা সেলিমা কাদের চৌধুরী বলেন, ‘আমাদের ক্লাবটি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে। তারই অংশ হিসেবে আমরা থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ডাকে সাড়া দিয়েছি। আমাদের ক্লাবের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রক্ত প্রদান করে। এতে অনেক গরীব রোগী উপকৃত হবে। ভবিষ্যতে আমরা এ ধরনের কাজ অব্যাহত রাখব।’

থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ আব্দুর রহিম বলেন, ‘আমরা মূলত থ্যালাসেমিয়া রোগীদের নিয়ে কাজ করি। আমাদের এখানে প্রায় ২ হাজার ২০০ জন রোগী আছেন। যাদের প্রতি মাসে প্রায় ৭০০ থেকে ৮০০ ব্যাগ রক্ত প্রয়োজন হয়। আমরা সেই রক্ত বিনামূল্যে প্রদান করে থাকি। এ জন্য আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রক্তদান কর্মসূচি করে থাকি। সেখান থেকে প্রাপ্ত রক্তই আমরা রোগীদের দিয়ে থাকি।’

কর্মসূচিতে ইউল্যাবের কোষাধ্যক্ষ মিলন কুমার ভট্টাচার্য্য, রেজিস্ট্রার প্রফেসর আখতার আহমেদ, ইউল্যাব কো-কারিকুলারের পরিচালক ও ইউল্যাব বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ড. পিঙ্কি শাহ, ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উপদেষ্টা সেলিমা কাদের চৌধুরী। এছাড়া আরও উপস্থিত থেলাসেমিয়া ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও  ক্লাবের অন্যান্য এক্সিকিউটিভ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

/এমডিপি/