আহছানউল্লা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে ফটো এক্সিবিশন

20447246_865447656937670_1085559829_oআহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন ‘ড্রিম বিয়ন্ড ইমাজিনেশন-৪’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ধানমণ্ডির দৃক গ্যালারিতে তিন দিনব্যাপী এ ফটোগ্রাফি এক্সিবিশনের আয়োজন করা হয়।এক্সিবিশনের জন্য দেশী ও বিদেশি ফটোগ্রাফারদের কাছ থেকে সংগ্রহ করা ৩ হাজার ২০০ ছবি থেকে ৯৬টি ছবি বাছাই করা হয়।

মঙ্গলবার এক্সিবিশনের সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে  আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফী ক্লাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শাহেদুর রহমান, ফটোগ্রাফার হাসান সাইফুদ্দিন চন্দন ও ফ্রিল্যান্স ফটোগ্রাফার অনিন্দ্য কবির অভিক উপস্থিত ছিলেন।

এ সময় ফটোগ্রাফী এক্সিবিশনের সার্বিক আয়োজন নিয়ে ফটোগ্রাফি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট খালিদ রহমান বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে অধ্যাপক শ্যামল কান্তি ভক্ত তার ফটোগ্রাফির অভিজ্ঞতার নানা দিক তুলে ধরেন এবং ফটোগ্রাফি ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন।
/এমডিপি/