কুবিতে বিশেষ আইটি কর্মশালা

20727640_1384653634981594_173549893_oকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) মোবাইল গেইমস এন্ড অ্যাপস ডেভেলপমেন্টের ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিভাগের সহকারী অধ্যাপক এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো.আলী আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবাইল গেইমস অ্যান্ড অ্যাপস ডেভেলপমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্টের কন্সাল্টেন্ট ড. এম জানে আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.কাজী মোহাম্মদ কামাল উদ্দিন,আইটি সোসাইটির সাবেক আহবায়ক সাইফুল ইসলাম এবং আইটি সোসাইটির সাধারণ সম্পাদক ফাহমিদ হাসান অনিক। এছাড়াও অনুষ্ঠানে বিভাগের শিক্ষক এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এফএএন/