ইউল্যাবে চলতি অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা

_DSC2686বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর স্কুল অব বিজনেসের উদ্যোগে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার ইউল্যাবের প্রধান ক্যাম্পাস  অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের প্রফেসর মো. মহিউদ্দিন সিদ্দিক। তার আলোচনায়, তিনি কিভাবে সরকার বিভিন্ন সেক্টর থেকে ট্যাক্স এবং অন্যান্য আয় থেকে বাজেট নির্ধারণ করে তা উপস্থাপন করেন। এছাড়া কিভাবে বাজেট সরকার অন্যনায় খাত থেকে বাজেট ঘাটতি পূরণ করে তাও উল্লেখ করেন।

সভায় বাজেটের বিভিন্ন দিক নিয়ে স্কুল অব বিজনেসের শিক্ষার্থীরা প্রেজেন্টেশন প্রদান করেন। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাব স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ইমরান রহমান। সভা শেষে গোল টেবিল আলোচনার ব্যবস্থাও করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেসের সহযোগী অধ্যাপক পিঙ্কি শাহ্‌ , অন্যান্য শিক্ষার্থী এবং কর্মকর্তারা। 

/এফএএন/