হাবিপ্রবিতে প্রজেক্ট প্রদর্শনী

20170808_154127হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হল প্রজেক্ট হাব-২০১৭। মঙ্গলবার সকাল ১০টায় ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ আলী ভবনের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মু. আবুল কাশেম। উদ্বোধন শেষে উপাচার্য প্রথম বর্ষের শিক্ষার্থীদের বানানো ও সাজানো ২৮টি প্রজেক্ট প্রদর্শন করেন। এ সময় বিভিন্ন প্রজেক্টের বিষয়ে শিক্ষার্থী ও একই অনুষদের শিক্ষকরা এ সস্পর্কে বিস্তারিত উপাচার্যকে অবহিত করেন।

উদ্বোধনী অনুষ্টান শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক জামিল সুলতান ও সহকারী অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্ব করেন। সভায় উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম,কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক মু. আব্দুল্লাহ আল মামুন ও বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ড.খালিদ হাসান এবং বিশ্ববিদ্যালয়ের অনান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ৭৮ জন শিক্ষার্থী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

/এমডিপি/