ইউল্যাব শিক্ষার্থীদের জাবি পরিদর্শন

IMG_0724বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের (সিএসডি) উদ্যোগে শিক্ষার্থীদের জন্য শিক্ষা সফরের আয়োজন করা হয়। সিএসডি’র পরিচালক সামিয়া সেলিম এবং গবেষণা সহযোগী জয় ভৌমিকের তত্ত্বাবধায়নে শিক্ষার্থীদের সাভারের নবীনগরে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে( জাবি) নিয়ে যাওয়া হয়।

শিক্ষার্থীদের ক্লাসরুমের গণ্ডির বাইরে গিয়ে চিন্তা করার এবং জীববৈচিত্র্য রক্ষায় করণীয় কী তা জানাতে এই শিক্ষা সফরের আয়োজন করা হয়। জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন কোর্সের অংশ হিসেবে শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে নেচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান মিজানুর রহমান ভুঁইয়া, জাবি’র প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন এবং একই বিভাগের প্রফেসর এম মনিরুল এইচ খান উপস্থিত ছিলেন। এ সময় প্রকৃতিপত্রের নির্বাহী সম্পাদক মোকাররম হোসেন জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব এবং রক্ষার ক্ষেত্রে কী কী ধরনের হুমকি রয়েছে তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

/এমডিপি/