‘বাংলাদেশে নারীরা এখনও অবহেলিত’

IMG_6297বাংলাদেশে এখনও বেশির ভাগ নারী পরিবারে অবহেলিত ও নিপীড়িত বলে জানিয়েছেন অ্যাকশান এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। তিনি বলেন, ‘বাংলাদেশের সংসদে ১৯ শতাংশ নারী থাকলেও আমরা যে নারীদের অধিকার বাস্তবায়ন করে ফেলেছি তা বলা যাবে না।’

বুধবার (৯ আগস্ট) বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ধানমণ্ডির ক্যাম্পাস অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে অতিথি বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউল্যাবের গবেষণা কেন্দ্র সেন্টার ফর এন্টারপ্রাইজ অ্যান্ড সোসাইটি (সিইএস) এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে আলোচনার বিষয় ছিল লিঙ্গ, নারী অধিকার এবং জলবায়ু পরিবর্তন।

সেমিনারে ফারাহ কবির বলেন, ‘বাংলাদেশের নারীরা পুরুষদের থেকে বেশি দারিদ্রতার শিকার কারণ তাদের পরনির্ভরশীলতা। দৈনন্দিন কাজ থেকে শুরু করে নারীরা পরিবারের সব কিছু দেখাশোনা ও সন্তান লালন পালন করে। যার জন্যে তারা নিজেদের জন্যে সময় বের করতে পারে না এবং নিজের দক্ষতা ও মেধাকে সমাজের কল্যাণে ব্যবহারে ব্যর্থ হয়। যে কারণে তারা অন্যের ওপর নির্ভর হয়ে পড়ে।’

এ সময় ইউল্যাবের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এমডিপি/