ড্যাফোডিল ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

7F9A9819জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল- হক মজুমদার উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং তার আদর্শকে হৃদয়ে ধারণ করতে হবে। জাতির জনকের মতো ত্যাগী, নির্লোভ ও অকুতোভয় হয়ে দেশ গঠনে কাজ করতে হবে।’

এ সময় তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠ করার আহ্বান জানান।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হামিদুল হক খান সভাপতিত্ব করেন। এতে বাণিজ্য অনুষদের অনুষদের ডিন প্রফেসর রফিকুল ইসলাম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর এ এম এম হামিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টর প্রফেসর ড. গোলাম মওলা চৌধুরী ও পরিচালক স্টুডেন্ট এফেয়ার্স সৈয়দ মিজানুর রহমান রাজু উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

/এমডিপি/