দিনমজুরদের মাঝে রেইনকোট বিতরণ করলো ইউল্যাবের শিক্ষার্থীরা

IMG_1542বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে রিকশাচালক ও হকারদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) বিকেলে ধানমণ্ডি এলাকার দিনমজুরদের মাঝে এসব রেইনকোট বিতরণ করা হয়।    

ক্লাবের প্রেসিডেন্ট এম আর এইচ খান সালমান বলেন, ‘সাম্প্রতিক সময়ে অতিরিক্ত বৃষ্টির জন্য দিনমজুরদের কষ্ট হচ্ছে। আর সেই কষ্ট কিছুটা লাঘবের জন্য রেইনকোট প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘আমরা সামাজিক দায়িত্ববোধ থেকে এসব মানুষের পাশে দাঁড়িয়েছি। এই বৃষ্টিতে তাদের আয়ের উৎস বন্ধ হয়ে যায়। তাই আমরা তাদের মাঝে রেইনকোট বিতরণ করার সিদ্ধান্ত নেই।’

এ ব্যাপারে ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উপদেষ্টা সেলিমা কাদের চৌধুরী বলেন, ‘আমরা সবসময়ই হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এর আগেও আমরা দৃষ্টিপ্রতিবন্ধিদের সাহায্য করেছি, পথশিশুদের খাবার প্রদান করেছি। আমাদের লক্ষ্য সমাজকে বিভেদ মুক্ত করা এবং সকলের দুঃখ ভাগাভাগি করে নেওয়া।’

এ সময় ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/এমডিপি/