রাবিতে সান্ধ্যকোর্স বিরোধী আন্দোলনের ছবি প্রদর্শনী

ru photo exhibitionরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি সংগঠিত বর্ধিত ফি প্রত্যাহার ও বাণিজ্যিক সান্ধ্যকালীন কোর্স বিরোধী আন্দোলনের বিভিন্ন ছবি ও লিফলেট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের আমতলা চত্বরে রাবি ছাত্র ফেডারেশন এ প্রদর্শনীর আয়োজন করে।

প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম। আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ২ ফেব্রুয়ারির আন্দোলন সম্পর্কে জানাতে এবং বাণিজ্যিক সান্ধ্যকোর্স বিরোধী ধারাবাহিক আন্দোলনের অংশ হিসাবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

RU photo exhibition (2)ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল বলেন, ‘২ ফেব্রুয়ারির বাণিজ্যিক সান্ধ্যকোর্স বিরোধী আন্দোলন রাবির ইতিহাসের সঙ্গে অটুট হয়ে থাকবে। এখন ক্যাম্পাসে যারা আছেন তাদের অধিকাংশই এ আন্দোলন দেখেননি। তাই তাদের কথা মাথায় রেখেই আন্দোলন সম্পর্কে তাদের পরিচয় করিয়ে দিতেই মূলত এ ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।’

সন্ধ্যা ৭টা পর্যন্ত এ প্রদর্শনী চলে। পরে প্রদর্শনী শেষে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
/এমডিপি/