ইউল্যাবে রবীন্দ্র-নজরুল স্মরণ

IMG_7735বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘রবীন্দ্র ও নজরুল স্মরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) ধানমণ্ডিতে অবস্থিত ইউল্যাব অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে শুরুতে ইউল্যাবের উপাচার্য প্রফেসার এইচ এম জহিরুল হক বক্তব্য রাখেন। এরপর ইউল্যাব এমিরেটাস প্রফেসর রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন,‘রবীন্দ্র ও নজরুলের মতো প্রতিভা আমাদের এই উপমহাদেশে জন্মেছিল বলে আমরা সৌভাগ্যবান।’  

এ সময় তিনি শিক্ষার্থীদের বেশি করে বই পড়ার প্রতি এবং বাংলা সাহিত্যের এই মহান প্রতিভাদের আরও জানার জন্য উপদেশ দেন।

আলোচনার পর ইউল্যাব সংস্কৃতি সংসদ ক্লাবের সদস্যরা রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের গান পরিবেশন করেন। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের ‘আমি’ এবং কবি কাজী নজরুল এর ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ কবিতা প্রতিবেশন করেন ইউল্যাবের শিক্ষার্থী নাহিদা শবনম উর্মি।

অনুষ্ঠানে ইউল্যাবের ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, অধ্যাপক গোলাম সারোয়ার ও অধ্যাপক সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।