হাবিপ্রবিতে ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার দাবিতে আলোচনা সভা

HSTU Pic 21-08-2017 (1)দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনায় ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক পরিষদের উদ্যোগে ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ওপর হামলা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা করা হয়েছে। আর তাকে হত্যা করে এ দেশ থেকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে চিরতরে মুছে ফেলার ষড়যন্ত্র করছে দেশীয় ও আর্ন্তজাতিক কুচক্রী মহল। এ ষড়যন্ত্রকে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’  এ সময় তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার দ্রুত সম্পন্ন করারও আহ্বান জানান।    মুক্তিযুদ্ধের চেতনায় ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক মো. মিজানুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় পরিষদের সদস্য সচিব ও ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ডা. মো. ফজলুল হক, সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. ফাহিমা খাতুন, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস প্রমুখ সভায় বক্তব্য রাখেন।