ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা। এসময় সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন ও সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদের নেতৃত্বে নতুন উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপাচার্যের দফতর সংলগ্ন লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

নতুন উপাচার্য বলেন, ‘সাংবাদিকরা বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ৷তোমাদের লেখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হবে এটাই প্রত্যাশা। ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এই অবস্থার পেছনে বিদায়ী উপাচার্যের ভূমিকা রয়েছে। আমাদের মূল কাজ হবে বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে কাজ করা। আমাদের প্রতিষ্ঠানের যেসব সমস্যা আছে, সেগুলোর সমাধান করা। সেজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'

এর আগে বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে ফুল দিয়ে বিদায় জানান সমিতির সদস্যরা৷