রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে শাবিতে মানববন্ধন

শাবিমিয়ানমারের রাখাইনে রাষ্ট্রীয় মদদে সেনাবাহিনী কর্তৃক সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর চলমান নৃশংস গণহত্যা বন্ধের দাবিতে এবং তাদের নিজদেশে ফিরে যাওয়ার সুযোগ দেওয়ার দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। 

মানববন্ধনে বক্তারা বলেন, রাখাইনে অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে অর্থনৈতিক অবরোধ আরোপ করা উচিৎ। গণহত্যা বন্ধে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নিতে হবে।
কর্মসূচির সমন্বয়ক নাসির উদ্দীন বলেন, ‘রাখাইনে জাতিগত নিধন অবিলম্বে বন্ধ করতে হবে।’

মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।