রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে খুবিতে মানববন্ধন

Khulna University photo-1 .docমিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর নির্যাতন, অং সান সুচি’র নোবেল পুরস্কার প্রত্যাহার ও আন্তর্জাতিক আদালতে বিচার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় খুবি অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বক্তৃতা করেন।

মানববন্ধনে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন,‘মিয়ানমারের রাখাইনে যে বর্বর নির্যাতন, ধর্ষণ ও গণহত্যার ঘটনা ঘটছে তা এ সভ্য পৃথিবীতে কল্পনাও করা যায় না।’ তিনি আরও বলেন,‘আমরা গভীরভাবে উৎকণ্ঠিত আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গাদের নিয়ে। কারণ তারা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে পারে। ফলে আইন-শৃঙ্খলার ওপর চাপ সৃষ্টি হতে পারে।’

মানববন্ধনে ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) শেখ শারাফাত আলী, অফিসার্স কল্যাণ পরিষদের সহ-সভাপতি তারিকুজ্জামান লিপন, সহকারী রেজিস্ট্রার এস এম মোহাম্মদ আলী ও কর্মচারীদের পক্ষে মোস্তফা আল মামুন প্রবাল বক্তৃতা করেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।