শাবিতে শুরু হলো ‘মেকনোভেশন’

শাবিশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘মেকনোভেশন-২০১৭’। বুধবার সকাল ১০টায় আনন্দ র‌্যালী, কেক কাটা ও বেলুন উড়িয়ে আয়োজনের উদ্বোধন করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আরিফুল ইসলাম। আর এ পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন নিউজ পেপার বাংলা ট্রিবিউন।

উদ্বোধনী অনুষ্ঠানে আইপিই বিভাগের সহকারী অধ্যাপক শান্তা সাহা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম, ফেরদৌস আলম ও বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন অব সাস্ট এর তত্ত্বাবধানে বিভাগটি প্রথমবারের মতো এ ধরনের আয়োজন করছে। দুই দিনব্যাপী এ আয়োজনে রয়েছে টেকনিক্যাল প্রতিযোগিতা, সেমিনার ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও নবীনবরণ।

অনুষ্ঠানের প্রথম দিনের প্রতিযোগিতায় ইঞ্জিনিয়ারিং ডিজাইনিং কম্পিটিশন, রোবটিক্স ভল্যিউম লাইন ফলোয়ার কম্পিটিশন ও আইডিয়েট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।

‘মেকনোভেশন-২০১৭’ এর দ্বিতীয় দিন বৃহস্পতিবার রুবিক্স কিউব প্রতিযোগিতা ও ইঞ্জিনিয়ারিং এজ এ ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল শাবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীনবরণ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন।

 

শাবিতে শুরু হলো ‘মেকনোভেশন’