বরিশাল বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন দুটি বিভাগ

বরিশাল বিশ্ববিদ্যালয়বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীনে ২০টি বিভাগের পাশাপাশি ২০১৭-১৮ শিক্ষবর্ষ থেকে ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা’ এবং ‘বায়োকেমেস্ট্রি ও বায়োটেকনোলজি’ নামে নতুন ২টি বিভাগ চালু হতে যাচ্ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা ফয়সাল মাহমুদ রুমি জানান, নতুন দুই বিভাগের আসন সংখ্যা ভর্তি কমিটি নির্ধারণ করবেন। আর শিক্ষক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, ১৪ সেপ্টেস্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসে। পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তাদের আলোচনা। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ স্থাপন, একটি ল্যাঙ্গোয়েজ সেন্টার চালুকরণ ও অত্যাধুনিক ল্যাব নির্মাণসহ ইউজিসির চলমান প্রকল্প নিয়ে আলোচনা হয়।

ফয়সাল মাহমুদ রুমি জানান, বুধবার দুপুরে ওই আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)চলতি শিক্ষাবর্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ওই ২টি বিভাগ চালুকরণের পাশাপাশি ওই দুই বিভাগে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষক নিয়োগের প্রস্তুতির বিষয়ে অনুমোদন প্রদান করে।