কুবিতে ইএমএ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

কুবিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সান্ধ্যকালীন কোর্সের (ইএমএ ) চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিভাগীয় কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগের নিয়মিত শিক্ষার্থী রিতু ঘোষের সঞ্চালনায় এবং প্রোগ্রাম পরিচালক ও বিভাগের সহকারী অধ্যাপক নকিবুন নবীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি  হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন,‘ইএমএ প্রোগ্রামে জ্ঞান আদান প্রদানের মাধ্যমে নবীন ও মধ্য বয়সীদের মিলন মেলা এবং তাদের মাঝে উচ্ছ্বাসও প্রাণের সঞ্চার হবে।’ তিনি আরও বলেন, ‘অর্জিত জ্ঞান স্কুল কলেজের কোমলমতি ছেলে-মেয়েদের দেত্তয়ার মাধ্যমে তাদের ইংরেজি ভীতি দূর করতে হবে এবং ইংরেজি শিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহী করে তুলতে হবে। তাহলেই আমাদের কাঙ্খিত লক্ষ্য অর্জিত হবে।’

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইংরেজি বিভাগের চেয়ারম্যান জাহিদুল আলম, বিভাগের সহযোগী অধ্যাপক এম এম শরিফুল করিম,সহকারী অধ্যাপক আলী রেজওয়ান তালুকদার এবং নবীন শিক্ষার্থীসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে বিভাগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল ও গিফট দিয়ে বরণ করে নেওয়া হয়।