গ্রিন ইউনিভার্সিটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

গ্রিন-বিশ্ববিদ্যারয়নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ উদযাপন করেছে গ্রিন ইউনিভার্সিটি পরিবার। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভাসহ র‌্যালির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ অক্টোবর) ‘কর্মস্থলে মানসিক স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষক-শিক্ষার্থীদের ব্যাজ পরিয়ে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালিতে প্রভাষক আফরোজা আহমেদ, সহকারী অধ্যাপক সিরাজুম মুনীরা, হাসান আল জুবায়ের ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো.ফৈয়াজ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে এক আলোচনা সভায় অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান বলেন,‘মানসিক রোগীরা বৈষম্য ও কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ। তাদের অধিকার রক্ষায় কাজ করতে হবে।’