ফারাজ চ্যালেঞ্জ কাপে জয়ী দলকে সংবর্ধনা

গ্রিনওয়ালটন প্রথম আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে (ফারাজ চ্যালেঞ্জ কাপ) চ্যাম্পিয়ন দলের খেলোয়ারদের সংবর্ধনা দিয়েছে গ্রিন ইউনিভর্সিটি অব বাংলাদেশ। ২০টি বিশ্ববিদ্যালয় ফুটবল দলের অংশগ্রহণে কয়েক মাসব্যাপী চলা এই টুর্নামেন্টে ফারইস্ট ইউনিভার্সিটিকে হারিয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে গ্রিন ইউনিভার্সিটি।

এ উপলক্ষে মঙ্গলবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো.গোলাম সামদানী ফকির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো.ফৈয়াজ খান, রেজিস্ট্রার লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. মইনুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, সাবেক ফুটবলার শেখ মো.আসলাম, রকিবুল ইসলাম, নাসির উদ্দিন, জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক ও বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাব মডারেটর আবু নাইম মিয়াজীসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘আন্ত:বিশ্ববিদ্যালয় পর্যায়ের এই প্রতিযোগিতা বাংলাদেশের ফুটবল অঙ্গনকে আরও শাণিত করেছে। পাশাপাশি এ ধরনের উদ্যোগ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপসংস্কৃতি থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

টুর্নামেন্টের সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার শেখ মো.আসলাম বলেন, ‘ফুটবল খেলা একসময় বাংলাদেশের ক্রিকেটকে বাঁচিয়ে রাখলেও এখন আর সে অবস্থা নেই। তবে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকলে ফুটবলের সোনালী সময় আবার ফিরে আসবে।’