ইউল্যাবে ‘হোস্টিং ফর দ্য রেডিও’ শীর্ষক কর্মশালা

ইউল্যাববেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষানবিশ প্রোগ্রাম রেডিও ক্যাম্পবাজের সদস্যদের নিয়ে ‘হোস্টিং ফর দ্য রেডিও’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি পরিচালনা করেন রেডিও ঢোল ৯৪.০ এফএম এর অনুষ্ঠান প্রধান জাহিদুল হক অপু।

কর্মশালায় বই পড়ার ওপর গুরুত্ব আরোপ করে জাহিদুল হক অপু বলেন, ‘ভালো কথাবন্ধু হতে হলে বই পড়তে হবে, জ্ঞানের পরিধি বাড়াতে হবে। আর জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য বই পড়তে হবে।’ তিনি আরও বলেন, ‘একজন সফল কথাবন্ধু হতে হলে ভালো যোগাযোগের ক্ষমতা থাকতে হবে। মানুষের সঙ্গে মিশতে হবে।’

কর্মশালায় কীভাবে রেডিওতে উপস্থাপনা করা যায় সেই বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়।

এসময় ইউল্যাব রেডিও ক্যাম্পবাজের উপদেষ্টা কাশফিয়া আরিফ ও কারিগরি উপদেষ্টা তামজিদ হাক্কানি ও ক্যাম্পবাজের নতুন সদস্যরা উপস্থিত ছিলেন।