বশেমুরবিপ্রবিতে বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত

বশেমুপ্রবিগোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। রবিবার (২২ অক্টোবর) পরিসংখ্যান বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়।

‘বেটার ডাটা বেটার লাইফ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার বিকেল সাড়ে ৪টায় ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের গ্যারেজ প্রাঙ্গণে শেষ হয়। এরপর বিভাগের আন্তঃবর্ষ ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এসময় বিভাগীয় সভাপতি মো. কামাল হোসেন বলেন, ‘সঠিক তথ্য ও উপাত্তের সাহায্যে সমগ্র বিশ্বকে উপস্থাপন করা সম্ভব। তাই এ বিষয়ে সবাইকে সচেতন করতে আমাদের এই আয়োজন।’

র‌্যালিতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।