ইবি আইন বিভাগে পাঠ্যক্রম প্রকাশনা উৎসব

ইবিদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম আইনি শিক্ষা ও পাঠ্যক্রম প্রকাশনা উৎসব উদযাপিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগে। শনিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেন্সমেন্ট প্রজেক্টের (হেকেপ)আওতায়  বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আইন বিভাগের ২০১৬-১৭ এলএলবি (স্নাতক) ১ম বর্ষ এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এলএলএম (স্নাতকোত্তর) ব্যাচের পাঠ্য কারিকুলাম প্রকাশ এবং শিক্ষা উপকরণ হিসেবে বিভাগের সব শিক্ষার্থীদের মাঝে প্রব্লেম হ্যান্ডবুক ও কেস ল’ হ্যান্ডবুকের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জহুরুল ইসলাম বলেন, ‘আধুনিক পদ্ধতিতে আইন শিক্ষা প্রনয়ণের লক্ষ্যে এই প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। দেশের যেসব বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ রয়েছে তাদের মধ্যে আমরাই প্রথম এমন কারিকুলাম প্রকাশ করেছি।’

আইন বিভাগের শিক্ষার্থী ফাতেমাতুজ জান্নাত চৈতি ও শাহেদ হাসানের সঞ্চালনায় আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জহুরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আইন ও শরীয়াহ অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুন নাহার, আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল করিম খান, অধ্যাপক ড. কাজী আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টায় ওয়ার্ল্ড ব্যাংক ও হেকেপের সহায়তায় প্রতিষ্ঠিত মুট কোর্ট গ্যালারি, জুরিস্টিক ক্লিনিক ও সেমিনার লাইব্রেরিসহ মোট চারটি প্রজেক্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।