দুর্বৃত্তদের হামলায় হাবিপ্রবির অ্যাম্বুলেন্সের চালক আহত

HSTuদুর্বৃত্তদের হামলায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স চালক মো. জাহাঙ্গীর আহত হয়েছেন। দিনাজপুরের এম এ আব্দুর রহিম মেডিকেল কলেজে রোগী আনতে গিয়ে হামলার শিকার হন তিনি।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের মতে,হাবিপ্রবিতে অধ্যায়নরত এক বিদেশী শিক্ষার্থী অসুস্থ্য  হওয়ায় তাকে নিয়ে মেডিক্যাল কলেজে যান জাহাঙ্গীর। সেখানে অ্যাম্বুলেন্স চালককে একা পেয়ে আকর্তিত হামলা চালায় কয়েকজন। উপস্থিত জনতা তাকে রক্ষা করে হাসপাতালে ভর্তি করেন। তিনি এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এই দিকে হামলায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমল আলোচনা সমেলচা চলছে। অনেকে বলছেন আগের অপরাধগুলোর শাস্তি না হওয়ায় অপরাধীরা এহেন ঘৃণ্য কাজ করার সাহস পাচ্ছে।

আজ হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক এম আবুল কাসেমসহ প্রশাসনিক কর্তা ব্যাক্তিরা আহত ড্রাইভার জাহাঙ্গীর দেখতে যান। উপাচার্য সহবেদনা জানিয়ে দায়ীদের দ্রুত বিচার করার আশ্বাস দেন। তিনি মেডিক্যাল পরিচালকের সাথে কথা বলে ভাল চিকিৎসা করার জন্য আহবান জানান।

আহত জাহাঙ্গীর হামলাকারীদের মধ্যে একজনকে চিনতে পেরেছেন বলে জানা যায়। তিনিও ক্যাম্পাসের আরেক কর্মচারী,ড্রাইভার ছিলেন।

উল্লেখ্য ২০১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে ৫-৮ এ নভেম্বর ২০১৭।