জাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি, ফের আটক ৪ ভর্তিচ্ছু

ju photo 14.11.17জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রক্সি সহায়তা নেওয়ার অভিযোগে আরও ৪ ভর্তিচ্ছুকে আটক করেছ বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৪ নভেম্বর) কলা ও মানবিকী অনুষদের সি ইউনিট) সাক্ষাৎকার পর্বে হাতের লেখার গড়মিল থাকায় সংশ্লিষ্ট অনুষদের শিক্ষকদের নজরে বিষয়টি আসলে তাদের আটক করা হয়। এরপর সন্ধ্যায় তাদের আশুলিয়া পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ নিয়ে গত তিনদিনে ১২ ভর্তিচ্ছুসহ মোট ১৪ জনকে আটক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, ময়মনসিংহের চরভিলা গ্রামের ইয়াসিন আরাফাত (৫ম), নাটোরের লালপুরের আবু রায়হান (১৩তম), মুন্সিগঞ্জের শ্রীনগরের রাকিব হোসেন (৫৮তম) ও গাজীপুরের শ্রীপুরের শেখ পারভেজ আহমেদ (১৫৫তম)।

প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘আটককৃতরা ভর্তি পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার সঙ্গে সাক্ষাৎকারে নেওয়া হাতের লেখার গড়মিল পাওয়া যায়। তাদের মধ্যে আরাফাত ছাড়া বাকি তিনজন বিভিন্ন অঙ্কের অর্থের বিনিময়ে প্রক্সি সহায়তা নেওয়ার কথা স্বীকার করেছে। তদের পুলিশে সোপর্দ করা হয়েছে।’

এ ব্যাপারে মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বলেন,‘অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’