বশেমুরবিপ্রবিতে করপোরেট ঋণ চালু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য করপোরেট ঋণ চালু করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন তার অফিস কক্ষে এক অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে চেক বিতরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো.মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিশ্ববিদ্যালয় ও অগ্রণী ব্যাংক লিমিটেডের মধ্যে করপোরেট ঋণ বিতরণের জন্য ৫০ কোটি টাকার ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী এস এম এস্কেন্দার আলী, অগ্রণী ব্যাংক লিমিটেড ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক মো. হেদায়েত হোসেন সেখ, সহকারী মহাব্যবস্থাপক এম এ এন মো. মুজিবুর রহমান ও ব্যবস্থাপক কার্তিক চন্দ্র মণ্ডলসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।