রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১

Rajshahi RU Fake Applicant Arrest News 14.11.17রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে খলিলুর রহমান নামের এক ভর্তিচ্ছুকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক খলিলুর রহমান যশোহর সদর থানার তোফায়েল আহমদের ছেলে। তিনি আইন অনুষদের ভর্তি পরীক্ষায় ৬১ নম্বর পেয়ে ১৬তম হয়েছিলেন।

সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, ‘মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে আইন অনুষদের ভাইভা পরীক্ষা চলছিল। এসময় খলিলুর রহমানের একাডেমিক বিভিন্ন কাগজপত্র দেখে ভাইভা বোর্ডে থাকা শিক্ষকদের মনে সন্দেহ হয়। পরে খলিলুরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরপত্রে দেখা যায়, সেখানে ইংরেজিতে তিনি ‘ডি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। অথচ ভর্তি পরীক্ষায় তিনি ইংরেজি বিষয়ের লিখিত অংশে দশের মধ্যে সাত পেয়েছেন। এরপর খলিলুরকে একটি সাদা কাগজে তার নাম লিখতে বলা হয়। কাগজে নাম লিখার পর দেখা যায়, ভর্তি পরীক্ষার লিখিত অংশের উত্তরের সঙ্গে তার হাতের লেখার কোনও মিল নেই।

তিনি আরও বলেন, ‘আজ মঙ্গলবার সন্ধ্যার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।’