আনন্দ অশ্রুতে ঢাকা কলেজ এইচএসসি-২০১৮ ব্যাচের বিদায়

সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় আর পেছনে ফেলে আসা স্মৃতি সব মিলে একাকার। এগিয়ে যাওয়ার আনন্দে কেউ হাসছে আবার কেউ মন খারাপ করে বসে আছে, একা ঘুরছে। নাচ, গান, নাটক সবকিছু থাকলেও ঢাকা কলেজ এইচএসসি-২০১৮ ব্যাচের সমাপনী অনুষ্ঠান ঘিরে ছিল বেদনার সুর। গত মঙ্গলবার হাসি আর আনন্দের মধ্য দিয়ে ব্যাচটির বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়।

কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষঢাকা কলেজের শহীদ খুররম অডিটোরিয়ামে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক ব্যাচ-২০১৮ এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোয়াজ্জম হোসেন মোল্লাহ। দুপুরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এরপর বিদায়ী ছাত্রের উদ্দেশে বক্তব্য দেন, শুভকামনা জানান সামনের সময়ের জন্য।

বিদায়ী শিক্ষার্থী তাহমিদ আল হাফিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকের দিনের অনুভূতি বলে বোঝানো যাবে না। এতদিন কলেজের বন্ধু, স্যার-ম্যাম, প্রিয় ক্যাম্পাসকে নিয়ে একসঙ্গে চলেছি। এখন সবাইকে ছেড়ে যেতে হচ্ছে। এটা ভাবতেই কষ্ট লাগছে।’

ছিল গানসহ আরও নানা আয়োজনআয়োজিত প্রোগ্রামের শুরুতেই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর উচ্চমাধ্যমিক ১৮ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় নাচ, গান আর নাটক। সবশেষে ছিল চারটি ব্যান্ডের পারফর্ম।