রাবি সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় ইবি প্রেসক্লাবের নিন্দা

ইসলামী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুগান্তর প্রতিনিধি এবং রাবিসাসের সভাপতি হাসান আদিবের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে নিন্দা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ইবি প্রেসক্লাব। সোমবার (২০ নভেম্বর)প্রেসক্লাব সভাপতি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

ইবি প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পথে প্রতিবন্ধতা। হামলা মামলার ভয় দেখিয়ে চক্রান্তকারীরা স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করার চেষ্টা করলেও সফল হবে না। তাই আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একইসঙ্গে এ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, ৯ নভেম্বর এসএ টিভিতে প্রচারিত প্রতিবেদন এবং ১০ নভেম্বর দৈনিক যুগান্তরে ‘রাবি ও রুয়েটে ইয়াবা ব্যবসায় ৪৪ শিক্ষক শিক্ষার্থী কর্মচারী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। কিস্তু প্রকাশিত সংবাদের প্রতিবাদ কিংবা সত্যতা চ্যালেঞ্জ না করে হয়রানির উদ্দেশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসান আদিব, এসএ টিভির রাজশাহী প্রতিনিধি জিয়াউল গণি সেলিম এবং এসএ টিভির ক্যামেরা পার্সন আবু সাইদের নামে পৃথক দুটি মামলা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল আউয়াল মিল্টন ও সাংগঠনিক সম্পাদক মুশফিক তন্ময়।