জাবিতে ভর্তি জালিয়াতির অভিযোগে আটক ২

জাবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি সহায়তা নেওয়ার অভিযোগে ২ ভর্তিচ্ছুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২০ নভেম্বর) ভাইভা পরীক্ষা নেওয়ার সময় হাতের লিখায় গড়মিল পাওয়া গেলে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বরিশালের বোয়ালিয়া থানার বাকেরগঞ্জের নোমানুল হক রিমন। তিনি বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদে (সি ইউনিট) ২৪তম স্থান লাভ করে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হতে এসেছিলেন। অপরজন নেত্রকোনা জেলার পারলার সীমান্ত দেবনাথ। তিনি বিজনেস স্ট্যাডিজ অনুষদে (ই ইউনিট) ১১৬তম হয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ভর্তি হতে এসেছিলেন।

এ বিষয়ে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, ‘বাড়তি সতর্কতার জন্য আমরা ভর্তিচ্ছুদের হাতের লেখা, কাগজপত্র যাচাই ও বাছাই করি। আটককৃত শিক্ষার্থীর ভর্তি পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার সঙ্গে গড়মিল পাওয়া যায়। এছাড়া তিনি অনেক প্রশ্নের উত্তর দিতে পারেনি।’

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন নীলাঞ্জণ কুমার সাহা বলেন, ‘আটককৃত ভর্তিচ্ছু সাক্ষাৎকারে ধরা না পড়লেও সংশ্লিষ্ট বিভাগে তার হাতের লেখা যাচাই করলে উত্তরপত্রের সঙ্গে গড়মিল পাওয়া যায়।’

প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা বলেন, ‘আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালিয়াতির কথা স্বীকার করেছে। তাদের দুজনকে আশুলিয়া পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মামলা দায়ের করা হবে।’