কুবিতে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আলোচনা সভা

কুবিজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ ঘোষিত হওয়ায় কুবিতে বঙ্গবন্ধু পরিষদের (আইনুল-জিয়া প্যানেল) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিষদের সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিনের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি ড. মোহাম্মদ জুলহাস মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কুবি শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবু তাহের উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে কুবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদি হাসান উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো.আব্দুল্লাহ, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. এ কে এম রায়হান উদ্দিন, বাংলা বিভাগের সভাপতি ড. জি এম মনিরুজ্জামান ও শিক্ষক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক কাজী ওমর রানা সিদ্দিকীসহ বঙ্গবন্ধু পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।