সান্ধ্যকোর্স বন্ধের দাবিতে রাবি উপাচার্যকে স্মারকলিপি

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন অনুষদে চলমান সান্ধ্যকোর্স বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে সংগঠনের নেতাকর্মীরা উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের কাছে এ স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়, সান্ধ্যকোর্সের কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠ কার্যক্রম ব্যহত এবং বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। এমনকি শিক্ষার্থী দ্বারা শিক্ষক লাঞ্ছনার ঘটনাও ঘটেছে।

এছাড়াও স্মারকলিপিতে চলতি শিক্ষাবর্ষে ভর্তি ফি যাতে বৃদ্ধি করা না হয়, সেজন্যও প্রশাসনের কাছে দাবি জানান তারা।

স্মারকলিপি দেওয়ার সময় রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি এ এম শাকিল হোসাইন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি লিটন দাস ও বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।