ইসলামী বিশ্ববিদ্যালয় হবে গবেষণা নির্ভর: উপাচার্য

ইবিইসলামী বিশ্ববিদ্যালয়কে গবেষণা নির্ভর ও সময়পোযোগী করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। তিনি বলেন,‘২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় ইনোভেশন হাব এবং বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন বিভাগ চালুসহ সময়পোযোগী উদ্যোগও নেওয়া হবে।’

বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ৩৯তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুন সঞ্চালনা করেন। এতে ৩৯তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. রুহুল কে এম সালেহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান ও সম্মানিত অতিথি হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আবদুল লতিফ উপস্থিত ছিলেন। এসময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আনোয়ার হোসেন, কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা, সহায়ক কর্মকর্তা সমিতির সভাপতি উকিল উদ্দিন ও সাধারণ কর্মচারী সমিতির সভাপতি আতিয়ার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

ইবি-২২এর আগে সকাল পৌনে ১০টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান। সকাল সোয়া ১০টায় প্রশাসন ভবন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য। এরপর উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবন চত্বর থেকে সম্মানিত ডিন, প্রভোস্ট, বিভাগসমূহের সভাপতিরা, প্রক্টর, ছাত্রউপদেষ্টা ও অফিস প্রধানসহ বিভিন্ন বিভাগ, হল ও ইবির ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।