নোবিপ্রবিতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

নোবিপ্রবি-২২-২সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ফৌজিয়া মোসলেম সিলভির স্মরণে এবং নিরাপদ সড়কের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানববন্ধনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় গেইটের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) নোয়খালী জেলাশাখার উদ্যোগে এবং নোবিপ্রবির সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অথিতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান উপস্থিত ছিলেন। তিনি সড়কগুলো নিরাপদ গড়ে তুলতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় সাংসদ এবং নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য একরামুল করিম চৌধুরিসহ স্থানীয় প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের ৫ হাজার শিক্ষার্থী এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের সড়কের প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নেরও আহ্বান জানান।

এসময় নোবিপ্রবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন ও রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক উপস্থিত ছিলেন। মানববন্ধনে নোবিপ্রবি পরিবারের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ নিচসা’র সদস্য ও এলাকাবাসী অংশ গ্রহণ করেন। মানববন্ধনের নিচসার পক্ষ থেকে সড়কের নিরাপত্তা নিশ্চিত করণে জনগণকে সচেতন করতে বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়। এসময় অংশ গ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে ফেস্টুন প্রদর্শন করেন।

প্রসঙ্গত, নোবিপ্রবি ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফৌজিয়া মোসলেম সিলভি (২১) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৯ নভেম্বর মারা যান। সিলভি মাইজদি কোর্টস্থ সদর উপজেলার পশ্চিম শাহপুরের বাসিন্দা ছিলেন।