নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি তপন, সম্পাদক শফিকুল

জাককাকইনজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৮ তে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক তপন কুমার সরকার ও হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের নিচ তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এবার নির্বাচন কমিশনার ও ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বিজয় ভূষণ দাস ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের ১৬টি পদের ১৬টিতেই জয় লাভ করেছে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের বঙ্গবন্ধু নীল দল।

নির্বাচনে বিএনপি সমর্থক সাদা প্যানেলের সভাপতি প্রার্থী ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো.মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার।

ফলাফল ঘোষণা পর নির্বাচিত প্রতিনিধিরা উপাচার্য এএইচএম মোস্তাফিজুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় উপাচার্য নির্বাচিত প্রতিনিধিসহ সবাইকে অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

ডাককাইন-৩৩নির্বাচনে চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ এমদাদুল রাশেদ সহ-সভাপতি পদে, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. রফিকুল আমিন যুগ্ম-সাধারণ সম্পাদক পদে, লোক প্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহজাদা আহসান হাবীব সাংগঠনিক সম্পাদক পদে, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৭ তে সদস্য পদে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে সদস্য (১) নির্বাচিত হয়েছিলেন লোক প্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহজাদা আহসান হাবীব। এবার সদস্য (১) নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আজিজুর রহমান আবির।

এছাড়াও সদস্য পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক মাহমুদা সিকদার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো.হাবিবুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. সুজন আলী, সংগীত বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ বেপারী, নৃ-বিজ্ঞান বিভাগের প্রভাষক আসিফ ইকবাল আরিফ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক বিজয় কুমার কর্মকার, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক নীলা সাহা এবং প্রভাষক নুসরাত শারমিন নির্বাচিত হয়েছেন।