শাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শাবিশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর)দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু চত্বরে ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করেছে। এছাড়া সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবী স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়।

বৃহস্পতিবার সকালে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বঙ্গবন্ধু চত্বর ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, হল প্রশাসন,কর্মকর্তা কর্মচারীদের সংগঠন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০১৭ উদযাপন কমিটির উদ্যোগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেমিনারে অধ্যাপক ড. এ জেড এম মঞ্জুর রশিদ সভাপতিত্ব করেন। রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। এসময় উপাচার্য বলেন, ‘হানাদার বাহিনী পরাজিত নিশ্চিত জেনে এ দেশের দোসরদের সহযোগিতায় বেছে বেছে হত্যা করেছিল এ দেশের সূর্যসন্তানদের। নতুন বাংলাদেশকে মেধা ও মননে পঙ্গু করে দিতে তারা এই বুদ্ধিজীবী হত্যার নীল নকশা করেছিল, যার ক্ষতি পূরণ হওয়ার নয়।’

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস এবং আলোচক হিসেবে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল গণি বক্তব্য রাখেন।