শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে ইউল্যাবে আলোচনা সভা

িইউল্যাববেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) ধানমণ্ডিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

সভায় প্রধান বক্তা হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মফিদুল হক উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, ‘একাত্তরে পাকিস্তানীরা তাদের পরাজয় বুঝতে পেরে দেশের মেধাবী শিক্ষক, ছাত্র, গবেষক ও বুদ্ধিজীবীদের নির্বিচারে হত্যা করেছিল যার কোনও যৌক্তিকতা ছিল না। আমরা গর্বিত যে, আমরা সামনে স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপন করব।’ তিনি আরও বলেন,‘এই প্রজন্মের দায়িত্ব হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের সঠিক ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা।’

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডক্টর রফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে ইউল্যাবের উপাচার্য এ এইচ এম জহিরুল হক, রেজিস্ট্রার, বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।