বশেমুরবিপ্রবিতে বিজয় দিবস উদযাপন

IMG_6537গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস ২০১৭ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বিজয় শোভাযাত্রা, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া এবং জাতির জনকের মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

সকাল ৯.৩০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে ক্যাম্পাসে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর ক্যাম্পাসে শহীদ মিনারে এবং গোপালগঞ্জ শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

এর আগে দিবসের রাত ১২.০১ মিনিটে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এবং ক্যাম্পাসের প্রশাসন ও একাডেমিক ভবনে আলোকসজ্জা করা হয়। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম এ সাত্তার, আইন অনুষদের ডীন মোঃ আব্দুল কুদ্দুস মিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।