জবিতে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে সরস্বতী পূজা

জবি-১১১প্রতি বছরের মতো এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পালিত হচ্ছে সরস্বতী পূজা। সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকে জবি ক্যাম্পাসে সরস্বতী পূজার আয়োজন করা হয়। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে আগত মানুষের পদচারণায় উৎসবে পরিণত হয় জবি ক্যাম্পাস।

জবি ক্যাম্পাসে সরস্বতী পূজা নিয়ে মনোবিজ্ঞান বিভাগের ৬ষ্ঠ ব্যাচের ছাত্র শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ক্যাম্পাসে প্রতিবছর একটি অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে সরস্বতী পূজার আয়োজন করা হয়।’

নাটোর থেকে জবি ক্যাম্পাসে পূজা দেখতে আসা শিল্পী রানী সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়েও সরস্বতী পূজা দেখেছি কিন্তু জবি ক্যাম্পাসের মতো উৎসবমুখর পরিবেশ দেখিনি। এই আয়োজন অনেক সুন্দর হয়েছে। আমি সবগুলো প্রতিমা ঘুরে ঘুরে দেখছি খুবই আনন্দ লাগছে।’

জবি-৭৩৯২৭৪৯জবির পূজা কমিটির সভাপতি ঋত্বিক রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা পূজার আয়োজন করেছি যাতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় থাকে। এই পূজার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা জ্ঞান অর্জনে সচেষ্ট হবে, এটাই আমাদের প্রত্যাশা।’

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়াম্যান ও পূজা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.অরুণকুমার গোস্বামী বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে কোনও ধরনের ধর্মীয় বিদ্বেষ থাকতে পারে না। এই পূজার মাধ্যমে আমরা ছাত্রদের কাছ থেকে বিদ্যাদেবীর যে আদর্শ তাই আশা করি। যাতে তারা বিদ্যা অর্জনে দেবী সরস্বতীর আদর্শকে অনুসরণ করে।’

এদিকে আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদেরর নিয়ে পূজা মণ্ডব পরিদর্শন করেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এসময় তিনি বলেন,‘বাংলাদেশের আর কোথাও এতো উৎসমুখর পরিবেশে পূজা করা হয় না। এখানে যারা পূজা পরিদর্শনে আসে তাদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের বাহির থেকে আসা।’

জবি প্রক্টর ড. নূর মোহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।’