নজরুল বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন

জাকাকা্িনিনিউৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) উদযাপিত হলো সরস্বতী পূজা। সোমবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সরস্বতী মণ্ডপে পূজা অর্চনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর দুপুর ১২টায় দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেয় সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীরা।

জাককাইনকিএসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, প্রক্টর ড. মো. জাহিদুল কবীর ও হল প্রভোস্ট সিদ্ধার্থ সিধুসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে তারা বিভিন্ন বিভাগ ও অগ্নিবীণা হল আয়োজিত পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এছাড়াও এদিন সংগীত, চারুকলা, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ কেন্দ্রীয় মণ্ডপের বাইরেও আলাদা করে পূজার আয়োজন করে।

এদিকে অগ্নিবীণা হলে প্রথমবারের মতো এবার পূজা উদযাপিত হয়েছে। এই মণ্ডপ থেকে দুপুর ১২টার দিকে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া আজ সোমবার বিকালে পূজা উপলক্ষে থাকছে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা।