শাবিতে সরস্বতী পূজা উদযাপন

শাবি-২২নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এবং শাবি উপাচার্য অধ্যাপক মো. ফরিদ উদ্দিন আহমেদের পৃষ্ঠপোষকতায় কেন্দ্রীয় মিলনায়তনের পাশে পূজা মণ্ডপ তৈরি করা হয়।

এছাড়াও সরস্বতী পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শ্রীকৃষ্ণ চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ এবং সনাতন বিদ্যার্থী সংঘসহ মোট ২২টি পূজা মণ্ডপ তৈরি করা হয়।

এদিন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ছাড়াও শিক্ষক-কর্মকর্তা ও নানা বয়সের মানুষের অংশগ্রহণে মণ্ডপে মণ্ডপে বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি অর্পণ ও প্রসাদ বিতরণসহ ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়।