শ্বাসকষ্টে মারা গেলেন হাবিপ্রবির ছাত্র মাসুম

মাসুম বিল্লাহকান্ট্রি ট্যুরে থাকা অবস্থায় শ্বাসকষ্টে মারা গেলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্র মাসুম বিল্লাহ (ইন্না নিল্লাহি…  রাজিউন)। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে চট্রগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে তার মৃত্যু হয়।

জানা গেছে, মাসুম বিল্লাহ বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের লেভেল-৪, সেমিস্টার-২ এর ছাত্র ছিলেন।

ট্যুরে থাকা শিক্ষার্থী রুমন জানান, আগে থেকেই মাসুমের শ্বাসকষ্টের সমস্যা ছিল। এ জন্য সব সময় তার সঙ্গে ওষুধ রাখতে হতো। মূলত ধুলা-বালিতে তার সমস্যা হতো। কান্ট্রি ট্যুরের অংশ হিসেবে আজ (শুক্রবার) আমরা পতেঙ্গা সমুদ্র সৈকত দেখে গাড়িতে উঠছিলাম। এ সময় হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয় এবং সে অজ্ঞান হয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে তার জ্ঞান ফিরেছিল। কিন্তু এর ৩০ মিনিট পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মাসুম ঢাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।

এদিকে মাসুমের অকাল মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম আবুল কাসেম মাসুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন:
তারেককে নিয়ে বিএনপিতে দুই মত?