নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব

নানা আয়োজনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে বসন্ত উৎসব। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জমকালো আয়োজনের মধ্যদিয়ে উদযাপন করে বসন্তের প্রথম দিনটি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছিল সাজ সাজ রব। সকালে র‍্যালির মাধ্যমে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠান। এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ভাইস চ্যান্সেলর আতিকুল ইসলাম, ট্রেজারার প্রফেসর গৌর গোবিন্দ গোস্বামী, শিক্ষার্থী বিষয়ক পরিচালক পারিসা সাকির, এনএসইউ সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা শিক্ষক ইসমাত হোসেন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

IMG_2156

বাসন্তী রঙে রঙিন হয়ে উঠেছিল পুরো ক্যম্পাস আর উৎসবস্থল। নৃত্য, গান, আর কথামালায় ঋতুরাজ বসন্তকে বরণ করেছে শিক্ষার্থীরা। বিকালে সংগীত পরিবেশন করে জলের গান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যান্ড দল। ছিল লোক গান, বাউল গান এবং সার্কাস। সবশেষে ছিল যাত্রা।





বাংলা ট্রিবিউন ছিল এই আয়োজনে মিডিয়া পার্টনার।