২৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ‘ডিএসডিসি তর্কযুদ্ধ ২০১৮’

‘যুক্তি আছে কন্ঠে তোমার, স্বপ্ন আছে মনে’ স্লোগান নিয়ে ২৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিএএফ শাহীন কলেজের বিতর্ক উৎসব ‘ইএসএডি নিবেদিত ডিএসডিসি তর্কযুদ্ধ ২০১৮। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আয়োজনটির সহযোগিতায় রয়েছে এসিআই এবং আয়োজনে ঢাকা শাহীন ডিবেটিং ক্লাব (ডিএসডিসি)

DSDC

এই তিন দিনব্যাপী ‘যুক্তির লড়াই’-এ অংশ নিচ্ছে প্রায় ৭০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আলাদা করে দুটি প্রতিযোগিতা হচ্ছে- আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা এবং আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা। সঙ্গে একক প্রতিযোগিতা হিসেবে থাকছে বারোয়ারি বিতর্ক আর উপস্থিত বক্তৃতা। ইতোমধ্যেই সকল রেজিস্ট্রেশন কার্যক্রম অনলাইনে সম্পন্ন হয়েছে। কলেজ পর্যায়ের মোট ২৪টি দল ও বিদ্যালয় পর্যায়ে আরও ২৪টি দল এবং বিতর্ক অঙ্গনের জনপ্রিয় বিচারকমণ্ডলীদের নিয়ে এই প্রতিযোগিতাগুলো পরিচালিত হবে।
এই আলোড়নের মঞ্চে নিজের অস্তিত্বকে নতুন করে আবিষ্কার করতে সকলকেই আমন্ত্রণ জানিয়েছেন ডিএসডিসি’র সভাপতি আব্দুল্লাহ আল নোমান।
আয়োজনটির সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে আছে বাংলা ট্রিবিউন এবং ঢাকা এফএম।