রাবিতে দুই দিনের চাকরি মেলা শুরু ২৮ ফেব্রুয়ারি

সংবাদ সম্মেলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। মেলায় সরাসরি প্রার্থীর সিভি সংগ্রহ, প্রার্থী বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে ‘অনস্পট’ চাকরি দেওয়া হবে। রাবি ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি) পঞ্চম বারের মতো এ মেলার আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাহিনুর রহমান শাকিল এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় দেশের ২৬টি কোম্পানি অংশগ্রহণ করছে। এছাড়া, মেলা চলাকালে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোট ১১টি সেমিনার অনুষ্ঠিত হবে। মেলা শেষে ১ মার্চ শেখ রাসেল মডেল স্কুল মাঠে সমাপনী অনুষ্ঠিত হবে। এতে চাকরি প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হবে।