শাবিতে বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত

IMG_20180224_203604শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত। প্রথম বিভাগ ভিত্তিক বিতর্ক বিষয়ক সংগঠন ‘ডেল্টা ডিবেটারস ফ্যাক্টরি(ডিডিএফ)’ এর আয়োজনে বিজ্ঞান বিতর্ক উৎসব করা হয়। এই আয়োজনে বিজয়ী হয়েছে  সি.ই.পি এ্যান্ট এবং উৎসবে রানার-আপ ম্যাথ ডেল্টা স্কোয়াড।

বিতর্ক উৎসবের ডিবেটর অফ দ্য টুর্নামেন্ট এবং ডিবেটের অফ দ্য ফাইনাল অর্জন করেন সি.ই.পি এ্যান্ট এর নাহিয়ান চৌধুরি।

শাবিপ্রবি গণিত সমিতির বিতর্ক উইং ডিডিএফ এর আয়োজন এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিংয়ে  দিনব্যাপী এই বিতর্ক উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ১২টি দল অংশ নেয়।

বিতর্ক উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ডিবেট ফেডারেশন সিলেট অঞ্চলের সদস্য সচিব ধ্রুব রঞ্জন রায়, মীর আন নাজমুস সাকিব এবং সিলেট ডিবেট ফেডারেশন এর প্রেসিডিয়াম সদস্য মাজহারুল বিল্লাহ লোচন এবং তারিকুল ইসলাম শামীম।

ডিডিএফ এর মহাসচিব রীনা পাল এর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠানে বিজয়ীদল হাতে পুরস্কার তুলে দেন বিতর্ক উৎসবের প্রধান অতিথি গণিত বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক সাজেদুল করিম এবং বিশেষ অতিথি একই বিভাগের অধ্যাপক ড. মোঃ আশরাফ উদ্দীন।