নোবিপ্রবিতে কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন

28503751_1934732483509425_1748789562_oসারা বাংলাদেশের মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন ও মিছিল করা হয়েছে।

‘কোটা পদ্ধতির সংস্কার চাই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ –  স্লোগানকে সামনে রেখে  পাঁচ দফা দাবিতে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালিত হয়েছে।

বেলা ১১টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মানববন্ধন করে। এরপর শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন-১ এর সামনে দিয়ে ভাষা শহীদ আব্দুস সালাম হল, আব্দুল মালেক উকিল হল ও বিবি খাদিজা হলের সামনে দিয়ে প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিল থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।

পাঁচ দফার দাবিসমূহ হচ্ছে- কোটা ব্যবস্থার সংস্কার করে ৫৬% থেকে ১০% এ নামিয়ে আনা হোক। কোটার যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধায় নিয়োগ দেওয়া হোক। চাকরির পরীক্ষায় কোটার সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না। কোটার কোনও ধরনের বিশেষ পরীক্ষা নেওয়া যাবে না। চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা করতে হবে।