কুবিতে ইংলিশ টিচিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

29177700_2234216826815607_5339559962941063168_nকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ, আমেরিকান সেন্টার, বাংলাদেশ এবং বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (বেল্টা) এর উদ্যোগে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইংরেজি বিভাগের সভাপতি জাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. জি. এম. মনিরুজ্জামান, কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো: আলী রেজওয়ান তালুকদার এবং ট্রেইনার হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষক।

এছাড়া ওয়ার্কশপে উপস্থিত ছিলেন কলা অনুষদের সাবেক ডিন এম এম শরীফুল করিমসহ বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা। ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত এবং ইংরেজিতে সান্ধ্যকালীন মাস্টার্সে পড়ুয়া বিভিন্ন স্কুল এবং কলেজের ৯০জন শিক্ষকরা প্রশিক্ষণ নেন।