বাকৃবিতে ‘গবেষণা অগ্রগতি’ বিষয়ক কর্মশালা

BAU pic (3) Eesearchers (1)বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেম (বাউরেস) ২০১৬-১৭ বর্ষের গবেষণা অগ্রগতি গবেষণা বিষয়ক কর্মশালার আয়োজন করেছে।

বৃহস্পতিবার সকালে সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স রুমে বাউরেসের পরিচালক অধ্যাপক ড. এম. এ. এম. ইয়াহিয়া খন্দকারের সভাপতিত্বে এ কর্মশালা আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভাপতি প্রফেসর আবদুল মান্নান।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। এতে বিশেষ অতিথি হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এইচ. এম মোস্তাফিজুর রহমান। বাকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অধ্যাপক ড. উইলিয়াম এর্স্কিন, ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের কান্ট্রি পরিচালক ড. ম্যালকম ডব্লিউ ডিকসন, মিল্ক ভিটার মহাব্যবস্থাপক মো. আতাহার আলী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি প্রফেসর প্রফেসর আবদুল মান্নান বলেন ‘যে কোনও গবেষণাই মূলত বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের চাবিকাঠি। তাই বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিধি আরও ব্যাপক করতে হবে।’

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, প্রফেসরসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত দুই বছরে ২৪১টি প্রজেক্টের আওতায় মোট ১০৫৯টি গবেষণা সম্পন্ন করেছে বাউরেস।